রোভারসহচর
তিন থেকে ছয় মাসের মধ্যে রোভার স্কাউট প্রতিজ্ঞা,
আইন, মটো, পতাকা, স্কাউট আন্দোলনের ইতিহাস, দড়িরকাজ,
অনুমান ও পর্যবেক্ষণ, ল্যাশিং, আগুন জ্বালানো ও রান্না, ধর্মপালন, সমাজ সেবা, বিপি পিটি, হাইকিং, তাঁবুবাস ও আত্মউন্নয়নের মাধ্যমে রোভার স্কাউট অর্ন্তভূক্ত বিষয়সমূহ সম্পর্কে প্রোগ্রামে জ্ঞান অর্জন সাপেক্ষে "মাই প্রোগ্রেসবুক" কাজের এ রের্কড সংরক্ষণ ও লগবইয়ে লিপিবদ্ধ করা দীক্ষা মাধ্যমে গ্রহণের জন্য প্রস্তুত হতে হবে।
সদস্য স্তর
দীক্ষা গ্রহণের মাধ্যমে সদস্যপদ লাভের পর নয় থেকে
বারো মাসেরমধ্যে স্কাউটিং সম্পর্কিত বই ও পত্র-পত্রিকা পাঠ,
বাংলাদেশ স্কাউটস এর সাংগঠনিক কাঠামো, গঠন ও নিয়ম, এশিয়া- প্যাসিফিক অঞ্চল, বাংলাদেশের কৃষ্টি ও সাংস্কৃতিক রূপরেখা,পাইওনিয়ারিং ও দড়িরকাজ, কম্পাস, মানচিত্র পাঠ,কম্পিউটার, বিশ্ব-বন্ধুত্ব কার্যক্রম, কোড-রোভার স্কাউট প্রোগ্রামে সাইফারসহ অর্ন্তভূক্ত বিষয়সমূহসম্পর্কে জ্ঞানার্জন এবং রোভার স্কাউট প্রোগ্রাম অনুসারে যেকোনো একটি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এ স্তরে মেট কোর্সে অংশগ্রহণকরে "কুশলীব্যাজ" অর্জন, "শিক্ষকতাব্যাজ" এরকাজ শুরু, সমাজ সেবা / সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণসহ "স্বনির্ভরব্যাজ" ও "স্কাউটকর্মী ব্যাজ" এর কাজ শুরু করতে হবে সেইসাথে "মাই প্রোগ্রেসবুক" এ কাজের রের্কডসংরক্ষণ ও লগবইয়ে লিপিবদ্ধ করতে হবে। সুযোগ পেলে 'কাব স্কাউট / স্কাউটইউনিটলিডার বেসিক কোর্স'-এ আগাম অংশগ্রহণ করা যাবে।
প্রশিক্ষণ স্তর
সদস্য স্তর উত্তীর্ণ করার পর নয় থেকে বারো মাসের
মধ্যে বিশ্ব স্কাউট সংস্থার প্রশাসনিক কাঠামো, সাংগঠনিককাঠামো ও কার্যাবলী, বাংলাদেশের প্রচলিতআইন, স্থানীয় সরকার, জাতিসংঘ, বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা, জাতীয় বাজেট, পাইওনিয়ারিং, সাঁতার, বিশ্ব বন্ধুত্ব কার্যক্রম ও কম্পিউটারসহ রোভার স্কাউট প্রোগ্রামে অর্ন্তভূক্ত বিষয়সমূহসম্পর্কে জ্ঞানঅর্জন এবং রোভার স্কাউট প্রোগ্রাম অনুসারে যেকোনো একটি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। সমাজ সেবা / কাজে অংশগ্রহণসহ এই স্তরে সমাজউন্নয়নমূলক আন্দোলনের সেবার অংশ হিসেবেকাব / বেসিক স্কাউট কোর্সে অংশগ্রহণ সাপেক্ষে (সদস্য স্তরে না হয়ে যদি থাকে) "স্কাউটইন্সট্রাক্টরব্যাজ" অর্জন করতে হবে এবং "মাই প্রোগ্রেসবুক" সকল কাজের রের্কডসংরক্ষণ ও -এ লগবইয়ে লিপিবদ্ধ করে প্রয়োজনীয় অনুমোদন নিতেহবে।
সেবা স্তর
প্রশিক্ষণ স্তর পাশ করার ছয় থেকে নয় মাসের মধ্যে
বাংলাদেশ সরকারের বিভিন্ন অনুচ্ছেদ, বাংলাদেশে জাতিসংঘ এবং এর কার্যাবলী, বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়াবিভাগ, আন্তর্জাতিক যুবসংস্থার কার্যাবলী, সার্ক এর কার্যাবলী, এশিয়া প্যাসিফিক রিজিয়ন ব্যতিত দুটি অঞ্চল ও দুটি দেশের কৃষ্টিসম্পর্কে জ্ঞানার্জনও ব্যবহারিককাজের অংশ হিসেবে পাইওনিয়ারিং , বন্ধুত্ব বিশ্ব কার্যক্রম,জরিপকাজ, "পরিভ্রমণক রীব্যাজ "অর্জন, রোভার স্কাউট প্রোগ্রামে অর্ন্তভুক্ত কম্পিউটারের বিষয় ভিত্তিক জ্ঞানার্জন সম্পন্ন করতে হবে। এ স্তরে অন্য একটি এছাড়া রোভার স্কাউটগ্রুপ, কাব স্কাউট গ্রুপ অথবা স্কাউট গ্রুপ একটি পরিদর্শন, পিআরএস দেরনাম ও তথ্য জানা, শাপলাকাব / পিএস তৈরীতে সহযোগিতা করা, সমাজ সেবা / সমাজউন্নয়নমূলক কাজেঅংশগ্রহণ, পরিচর্যা ও পরিবেশ সম্পর্কে জ্ঞানার্জনসহ স্বাস্থ্য রোভার স্কাউট প্রোগ্রামে অর্ন্তভূক্ত বিষয় সমূহ সম্পর্কে জ্ঞান অর্জন সম্পন্ন করতে হবে। "শিক্ষকতাব্যাজ" সদস্য স্তরে অর্জিত না হলে সেবাস্তরে অর্জন করা আবশ্যক।
'প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড' জন্য অর্জনের
একজন রোভার স্কাউটকে সেবা স্তর থেকে
জাতীয়পর্যায়ে মূল্যায়নের মধ্যবর্তী সময়ে কাব স্কাউট /
স্কাউট লিডার অ্যাডভান্স কোর্সে অংশগ্রহণ করতে হবে এবং
"মাই প্রোগ্রেসবুক" সমস্তকাজের রের্কডসংরক্ষণ ও -এ
লগবইয়ে লিপিবদ্ধ করে তাতে যথাযথ কর্তৃপক্ষের স্বাক্ষর
নিতেহবে।
সেবা স্তর উত্তীর্ণর পর ...
অর্জিত ব্যাজ সমূহের মূল্যায়নে পুনঃপাশ এবং সংশ্লিষ্ট বিষয়
সম্পর্কে পূর্ণাঙ্গ দক্ষতা অর্জন সাপেক্ষে জাতীয় সদর
দফতর হতে সরবরাহকৃত নির্দিষ্ট অ্যাওয়ার্ড ফরমের পাঁচ কপি পূরণ করে সংশ্লিষ্ট জেলায় নামনিবন্ধনের জন্য এক কপি জমাদানও রোভার স্কাউট প্রোগ্রামের ভিত্তিতে সম্পাদিত 'লগবই' জমা দিতে হবে । জেলা রোভারের মূল্যায়নে উত্তীর্ণ হয়ে
আঞ্চলিক পর্যায় ও জাতীয় সদর দফতর কর্তৃক পর্যায়ক্রমে
আয়োজিত পিআরএস মূল্যায়নে অংশগ্রহণ করতে হবে।
দক্ষতা ও যোগ্যতা যাচাই সাপেক্ষে যোগ্যতা চুড়ান্তভাবে
সম্পন্ন সকল রোভার স্কাউটকে জাতীয় সদর দফতর কর্তৃক
'প্রেসিডেন্ট'স রোভার স্কাউট' (পিআরএস) মঞ্জুর অ্যাওয়ার্ড
করা হয়ে থাকে। এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে যা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি প্রদান করে
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।