স্কাউট ফি এর হিসাব
স্কাউট শাখা (৬ষ্ঠ-১০ম শ্রেণী): বছরের শুরুতে শিক্ষার্থীপ্রতি ২৬ টাকা আদায় (স্কাউট ১৬ টাকা + গার্ল গাইড ১০ টাকা)।
স্কাউট ফি ১৬ টাকার বন্টণ: বিদ্যালয় স্কাউট/গার্ল ইন স্কাউট ইউনিট ১১ টাকা, উপজেলা স্কাউটস ৩ টাকা ও জেলা স্কাউটস ২ টাকা।
কাব শাখা (৩য়-৫ম শ্রেণী): বছরের শুরুতে শিক্ষার্থীপ্রতি (৩য়-৫ম শ্রেণী) ১০ টাকা হারে স্কাউট ফি আদায় করে বিদ্যালয় কাব স্কাউট/ গার্ল ইন কাব স্কাউট ইউনিটের জন্য ৮ টাকা হারে রেখে উপজেলা স্কাউটসকে ১ টাকা ও জেলা স্কাউটসকে ১ টাকা হারে প্রদান।
শিক্ষা মন্ত্রণালয়ের জারীকৃত স্কাউট ফি সংক্রান্ত পরিপত্রঃ নং ৩৭.০০.০০০০.০৭২.০৬.০৭৬.১২.৩৯৬, ২১ মে, ২০১৭
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারীকৃত স্কাউট ফি সংক্রান্ত পরিপত্রঃ স্মারক নং-প্রাশিঅ/ওমম/৯বিদ্যা-ঢাকা/০৬/৮০/৫০০০০, ২ ফেব্রুয়ারি ২০১১
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।