মঙ্গলবার সকালে ২ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে কক্সবাজারের চকরিয়ায় থানার পুলিশ। তাকে অপহরণের পর হত্যার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।
চকরিয়া পৌরসভার কাউন্সিলর মো. রেজাউল করিম বলেন, সোমবার বিকেলে ওয়াসিয়া তার বোনের সঙ্গে খেলছিলো। এ সময় মুন্নি ওয়াসিয়াকে চিপ্সের প্রলোভন দেখিয়ে অপহরণ করে। সকালে মাতামুহুরী ব্রিজের নিচে শিশুটির মরদেহ পাই।
শিশু নিখোঁজের অভিযোগ পেয়ে আমরা সারারাত তল্লাশি করি বলেন চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী
। সকালে মাতামুহুরী নদীর ব্রীজের নিচে মরদেহ পাই। আটক মুন্নি আক্তারকে জাজ্ঞাসাবাদ করা হচ্ছে।
। সকালে মাতামুহুরী নদীর ব্রীজের নিচে মরদেহ পাই। আটক মুন্নি আক্তারকে জাজ্ঞাসাবাদ করা হচ্ছে।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।