এসএসটিভি ডেক্সঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারেক রহমানের নির্দেশেই বিএনপির সংসদ সদস্যরা শপথ নিয়ে সংসদে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন । বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মহাসচিব বলেন, গত রোববার রাতে বিএনপি জরুরি বৈঠক হয়েছে। এই বৈঠকে তারেক রহমান দলের নির্বাচিত এমপিদের সংসদে যাওয়ার নির্দেশ দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার এবং খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সংসদের তোলার জন্যই তারা সংসদে যাচ্ছেন।
তবে, তিনি নিজে সংসদ সদস্যের শপথ নেবেন কিনা সে বিষয়ে প্রশ্নের জবাব দেননি মির্জা ফখরুল। সংসদে থাকার পাশাপাশি রাজপথেও আন্দোলন চলবে বলে জানান তিনি।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।