চট্টগ্রাম প্রতিনিধিঃ-
গতকাল সোমবার গভীর রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সড়ফবাটা ইউনিয়নের সিকদারবাড়ী এলাকায় দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর তাদের মা আত্মহত্যা করেছেন বলে এসএসটিভি বাংলাকে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ ভুঁইয়া।
নিহতরা হলেন সিকদারবাড়ি এলাকার নুর নবীর স্ত্রী ডেইজি আক্তার (২৮), তাঁর কন্যা
ইসরাত নুর (৪) ও ইলাত নুর (৬) ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ ভুঁইয়া বলেছেন, ‘ধারণা করা হচ্ছে, গতকাল সোমবার রাতে পারিবারিক কলহের জের ধরে নুর নবীর স্ত্রী ডেইজি আক্তার প্রথমে তাঁর দুই সন্তানকে বিষ পান করান। পরে তিনি নিজেও সেই বিষ পান করে আত্মহত্যা করেন।’
‘ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় রাত ১ টার দিকে তিনজনকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাতে তিনি মারা যান,’ জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ ভুঁইয়া।
তিনটি মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আমির উদ্দিন এসএসটিভি বাংলাকে বলেন।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।