এক্ষেত্রে যারা উদ্যমী, সবসময় নতুনত্বকে পছন্দ করেন, তথ্য ও সত্যকে আবিষ্কার করতে চান, জনদুর্ভোগ নিয়ে কথা বলতে চান, অন্যায় অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং অবশ্যই স্মার্ট মোবাইল ফোন ব্যবহারে পারদর্শী মূলত তাদের কাছ থেকেই আমরা এই আবেদন আহ্বান করছি।
যথেষ্ট লেখালেখির অভ্যাস, সোশ্যাল মিডিয়ায় সরব, সাম্প্রতিক বিষয়ে জ্ঞান, ইন্টারনেট যুক্ত মোবাইল ফোন ও কম্পিউটার ব্যবহার করে তথ্য আদানপ্রদানে যথেষ্ট দক্ষতা থাকতে হবে। বয়স ১৮ থেকে ৩৫ এর বেশি নয়। সাংবাদিকতার অভিজ্ঞতার প্রয়োজন নেই কিন্তু পাঠক হিসেবে অভ্যাস থাকতে হবে।
তবে আপনি কেন সাংবাদিকতা করতে চান এবং SSTV Bangla -এর সঙ্গে কেন যুক্ত হতে চান, তার সহজ সাধারণ ব্যাখ্যা করে জানাতে হবে।
এবং আমাদের কাছে লিখে পাঠাতে পারেন sstvbangla.com@gmail.com এই ঠিকানায়।
আগ্রহীদের সম্প্রতি তোলা রঙিন ছবি, জন্ম নিবন্ধনসহ জীবনবৃত্তান্ত-(CV) info@sstvbangla.com ইমেইল আইডিতে পাঠাতে হবে।
ওয়েবসাইটঃ- www.sstvbangla.com
ফেজবুক পেজঃ- www.facebook.com/sstv.rhs
টুইটারঃ- www.twitter.com/sstv_bangla
ইস্টাগ্রামঃ- www.Instagram.com/sstv_bangla
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।