এসএসটিভি ডেক্সঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় ২৮টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। এর ভিতর ১৫টি বিদ্যালয়ের ভবনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে উপজেলা প্রকৌশল ও প্রাথমিক শিক্ষা অফিস থেকে আবেদন করা হবে। ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত হওয়ায় ওই সকল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা সব সময় ভয়ের মধ্যে আছেন।
ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলো ১২ থেকে ১৫ বছর আগে উপজেলা প্রকৌশলী বিভাগ থেকে নির্মাণ করা হয়েছিল।
উপজেলার বিদ্যালয়গুলোর মধ্যে উত্তর শিহিপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাংতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব আস্কর, বাগধা হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়, পয়সা সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম আমবৌলা, ফেনাবাড়ি, পুর্ব সুজনকাঠী, সেরাল, পূর্বসুজনকাঠী আইডিয়াল, পশ্চিম সুজনকাঠী, নাঘিরপাড়, দাসপট্রি সরকারী প্রাথমিক বিদ্যালয়, চক্রবাড়ি, ও তালতারমাঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ ১৫টি বিদ্যালয় অধিকঝুঁকিপূর্ণ ও ১৩টি বিদ্যালয় ঝুকিপূর্নসহ ২৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা ও উপজেলা প্রকৌশল বিভাগ।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।