![]() |
ছবিঃ- মো:আবতাহ উল জাওয়াদ অর্জন |
বঙ্গোপসাগর বেষ্টিত কক্সবাজার জেলার অন্যতম উপজেলা কুতুবদিয়া। চারিদিকে সমুদ্রের জলরাশি যাতায়াতের মাধ্যম ছোট ছোট ড্যানিশ বোট আর স্পীড বোট। সমুদ্র যখন উত্তাল হয় প্রাণবাজি রেখে পারাপার হয় কুতুবদিয়ার জনগণ। এইরকম পারাপার হওয়া যেন নিত্যদিনের কাজ কুতুবদিয়ার জনগণের।কুতুবদিয়া চ্যানেলের সমুদ্রের দুরত্ব হল মগনামা ঘাট থেকে বড়ঘোপ ঘাট ৫ কি.মি.। এই ৫ কি.মি. সমুদ্র পার হতে সময় লাগে জোয়ার ভাটা অনুযায়ী কখনো ৪০ মিনিট আবার কখনো ১ ঘন্টা। সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে সমুদ্র পার হয় সবাই। আর দেখা যায় সমুদ্রের মাছের খেলা আর মাছ ধরার জেলেদের কাজ। সব মিলিয়ে আনন্দের সাথে পারাপার করা হয়।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।