এসএসটিভি ডেক্স :-
আজ ২০/০৪/২০১৯ খ্রিস্টাব্দ দুপুর ২.০০ টায় প্রস্তাবিত কক্সবাজার ডিসি কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের মাননীয় মন্ত্রিপরিষদ সচিব জনাব মোহাম্মদ শফিউল আলম মহোদয়। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষে কক্সবাজার ডিসি কলেজ একটি বিশেষায়িত কলেজ হিসেবে কাজ করবে। উল্লেখ্য যে, পর্যটন শিল্পের রাজধানী, বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজার জেলায় রয়েছে সাগর, নদী ও পাহাড়ের এক অসাধারণ মিতালি। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অংশ হিসেবে কক্সবাজার জেলায় চলছে যুগোপযোগী মেগা উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পথে এবং সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের বিস্ময়কর অর্জন আজ সারাবিশ্বে প্রশংসিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ এবং সেইসাথে একশ বছরের পরিকল্পনা নিয়ে ২১০০ সালের ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান’ বাস্তবায়ন করতে আজ আমরা বদ্ধপরিকর।

টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি উন্নত মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। শিক্ষার পরিবেশ উন্নত করার লক্ষ্যে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সম্পূর্ণ অরাজনৈতিক এবং সকলের সম্পৃক্ততায় একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হলে কক্সবাজারের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হবে। এ লক্ষ্যে বায়তুশ শরফ রোড, বইল্যা পাড়া, ০৮ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, কক্সবাজারে পরিত্যক্ত ০১ নং খাস খতিয়ান ভুক্ত ৬৯.২৫ শতাংশ জমিতে এ কলেজটি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।
ঐ স্থানটি মাদকের আখড়া হিসেবে দীর্ঘদিন যাবৎ পড়ে ছিল। দুপুর কিংবা রাত্রে ঐ জায়গায় চলাফেরা করতে লোকজন ভয় পেত। কলেজটি প্রতিষ্ঠিত হলে এলাকায় মানসম্মত শিক্ষা বিস্তার ও শিক্ষার আলো প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানসম্মত শিক্ষা দিতে হলে গুণগত শিক্ষকের প্রয়োজন এ লক্ষে ইতিমধ্যে মানসম্মত শিক্ষক নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন হয়েছে। আজকের ফলক উন্মোচন উপস্থিত ছিলেন বেগম কানিজ ফাতেমা আহমেদ, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য, কক্সবাজার, জনাব মোহাম্মদ আশরাফুল আফসার, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত), কক্সবাজার, জনাব মুজিবুর রহমান, মেয়র, কক্সবাজার পৌরসভা ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, কক্সবাজার জেলা শাখা, জনাব মোহাম্মদ শাহাজাহান, সাবেক কমান্ডার, কক্সবাজার মুক্তিযোদ্ধা সাংসদ, জনাব তোফায়েল আহমদ, সিনিয়র সাংবাদিক, দৈনিক কালের কণ্ঠ, জনাব ফজলুল কাদের, বিশিষ্ট সাংবাদিক, জনাব নঈমুল হক চৌধুরী টুটুল, সভাপতি , জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), কক্সবাজার, জনাব এড. রণজিত দাশ, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কক্সবাজার, জনাব রাজবিহারী দাশ, কাউন্সিলর, কক্সবাজার পৌরসভা সহ সরকারি কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।