কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড | sstvbangla.com
আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে কক্সবাজারের উখিয়া কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এই অগ্নিকাণ্ডে একটি মসজিদসহ অর্ধশত ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ১০ জনের অধিক কম বেশি আহত হয়েছে। তাদেরকে স্থানীয় রেডক্রিসেন্ট হসপিটালে ভর্তি করা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানা যায়। গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে স্থানীয়রা প্রাথমিকভাবে জানিয়েছে।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।