রবিউল হাসান শিমুল :
আজ ৩ রা মে (শুক্রবার) নাইক্ষ্যংছড়ি উপজেলার, ঘুমধুম ইউনিয়নের চাকমাপাড়া, লাকড়ীর ছড়া বাজারে, ভালুকিয়া পালং এর প্রয়াত বাবু ভবতোষ বড়ুয়া ও পুতুল রানী বড়ুয়া (মহিলা মেম্বার ৪,৫,৬ নং ওয়ার্ড) এর একমাত্র পুত্র ইমন বড়ুয়াকে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীর ফাঁসির দাবিতে উখিয়ার ও ঘুনধুমের সর্বস্থরের জনসাধারণ এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করেন। উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ঘুনধুম ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব কেমরাও তংচংগ্যা। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ২নং রত্না পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমাম হোসেন, বক্তব্য রাখেন উখিয়া উপজেলা মুক্তিযুদ্ধের কমান্ডার পরিমল বড়ুয়া, বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, এডভোকেট অনিল বড়ুয়া, অনিত্য বড়ুয়া, ঘুনধুম ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার বাবুল তংচংগ্যা বুলু, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু, মেম্বার আবুল ফজল, বাবু পরিতোস বড়ুয়া, দিদারুল আলম, অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা জসিম উদ্দীন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমাম হোসেন বলেন :- আইনি প্রক্রিয়ার মাধ্যমে খুনিদের গ্রেপ্তার পূর্বক ফাঁসিতেে ঝুলিয়ে রায় কার্যকর না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন অবাহত তাকবে।
প্রধান অতিথি খাইরুল আলম চৌধুরী আগামী রবিবার বিকেলে ভালুকিয়া হারুন মার্কেট চত্বরে এক প্রতিবাদ সভা আয়োজনের জন্য আয়োজক কমিটির প্রতি আহ্বান জানান।
প্রতিবাদ সভার পর বাংলাদেশ আওয়ামী যুবলীগ উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমাম হোসেন স্থানীয় জনসাধারণ ও উপস্থিত নেতৃবৃন্দের উপস্থিতে ইমন হত্যার স্থানকে (ইমন চত্বর) ঘোষণা করেন।
গত ২৪শে এপ্রিল সকাল ১১টায় উখিয়ার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের চাকমাপাড়া নামক এলাকায় হিল টেক্সের কিছু পারিবারিক জমি সংক্রান্ত বিষয় নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে আপন পিসিত(ফুফাত) ভাই সমিরন কর্তৃক হামলার শিকার হয় প্রয়াত ইমন বড়ুয়া। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়। এক সময় সমিরন, ইমন বড়ুয়াকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করে। গুরুতর আহত অবস্থায় ইমন বড়ুয়াকে প্রথমে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। কিছুক্ষণের মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে আমিরাবাদ এলাকায় তার মৃত্যু হয়।
২৭শে এপ্রিল মৃত্যুর তিনদিন পর নিজ গ্রামে ইমন বড়ুয়ার অন্ত্যোষ্ঠিক্রিয়া অনুষ্টান সম্পন্ন হয়।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।