কক্সবাজার প্রতিনিধি :
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের দরগাহ স্টেশন এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে দরগাহ পাড়া গ্রামের মৃত হাকিম মিয়ার ছেলে আব্দু রহিম (৪৪) নামে এক ওয়ার্ড যুবলীগ নেতা নিহত হয়েছেন। নিহত আব্দু রহিম ঝিলংজা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানা গেছে। ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আব্দু রহিমের সাথে মকবুল সওদাগর পাড়ার মৃত নুরুল হক মেম্বারের ছেলে জিসাতের সাথে জমি সংক্রান্ত টাকা নিয়ে দুজনের মধ্যে তর্ক-বির্তক হয়, একপর্যায়ে জিসাত তাঁর ঘাড়ে ও বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দু রহিম কে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।