মহেশখালী সংবাদদাতা:
মহেশখালীর শাপলাপুর মিঠাছড়ি ব্রীজের উপর বৈদ্যুতিক তারের শর্ট লেগে এক কার্গো হেল্পারে মৃত্যু হয়েছে। নিহত হেল্পারের নাম মো: রফিক। তিনি বাঁশখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
জানা গেছে ১১ই মে বেলা ২টার দিকে বিশাল কার্গোগাড়ী মিটাছড়ি ব্রীজ ক্রস করার সময় ব্রীজের উপর থাকা বৈদ্যুতিক হেল্পার রফিকের শরীরে স্পর্স করলে তারের সাথে শর্টলেগে গুরুতর আহত হয় হেল্পার রফিক। আহত অবস্থায় রফিককে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখান কর্তব্য রত চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন।
সুত্রে জানা গেছে, নিহত রফিকে তার নিজ বাড়ীতে নিয়ে গেছে বর্তমানে কার্গোগাড়ীটি শাপলাপুরস্থ মিটাছড়ি এলাকায় রয়েছে। গাড়ীটির মালিক ঢাকা জেলার বলে জানাগেছে।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।