রামু প্রতিনিধি :
৮ মে (বুধবার) সন্ধ্যা ৭টায় উত্তর পাড়ার আইয়ুবের চায়ের দোকানের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার সাইফুল আলম (৪২) এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সামনে প্রকাশ্যে এ হামলার শিকার হন সাইফুল আলম।
রক্তাক্ত সাইফুল মেম্বারকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
বিগত এক মাস আগে স্থানীয় নুরুল আমিনের একটি স্মার্ট ফোন ছিনতাই হয়। এ ঘটনায় নুরুল আমিন উত্তর পাড়ার মৃত আবুল কালামের পুত্র রাসেলের প্রাপ্ত তথ্যে জানা যাই, ইউনিয়ন পরিষদে একটি বিচার দায়ের করে। এতে মেম্বার সাইফুলের যুক্ত আছে এই অজুহাত তুলে সন্ত্রাসী রাসেল, নুরুল আলম, মিজান, গিয়াস উদ্দিন ও তাজউদ্দিনের নেতৃত্বে একদল অস্ত্রদারী মেম্বার সাইফুলের উপর ন্যাক্কার জনক হামলা চালায়।
কচ্ছপিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার সাইফুল আলম জানান, তাঁর উপর হামলাকারী রাসেল একজন ছিনতাইকারী। সে প্রায় বিশজনের সামাজিক বনায়নের প্লট অস্ত্রের জোরে দখল করেছে। এসবের প্রতিবাদ করায় গতকাল সন্ধ্যায় ও পাঁচদিন আগে মোবাইল ফোনে পৃথকভাবে রাসেল আমাকে হত্যার হুমকি দেয়। গতকাল রাসেল আমার উপর দলবল নিয়ে হামলা চালায়।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।