উখিয়া প্রতিনিধি :
মঙ্গলবার পবিত্র মাহে রমজানে ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরনে উপজেলা প্রশাসনের উখিয়ার পালংখালি বাজার,থাইংখালী বাজার ও উখিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী রবিন।
এসময় বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ খেজুর ধ্বংস করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৭টি মামলায় ৭৬০০০ টাকা জরিমানা আদায় করা হয়। ইব্রাহিম স্টোর ১০০০০টাকা,বশির স্টোর ১০০০টাকা,কামাল স্টোর ১০০০০টাকা ও হারুন পালংখালিকে ৫০০০টাকা মনজুর স্টোর ১০০০০টাকা আল মক্কা স্টোর থাইংখালি এবং বিশ্বনাথ স্টোর উখিয়াকে ৩০০০০ টাকা জরিমানা করা হয়।
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখা,পন্যের মূল্য তালিকা প্রদর্শন ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে নির্দেশনা প্রদান করা হয়।
এসময় সাথে ছিলেন উখিয়া উপজেলা স্যানেটারী কর্মকর্তা নুরুল আলম সহ অন্যান্য কর্মকর্তা।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান চৌধুরী রবিন বলেন পবিত্র রমজান মাসে অভিযান অব্যাহত থাকবে।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।