কলকাতার রাস্তায় যৌন হেনস্থার শিকার প্রাক্তন মিস ইন্ডিয়া ঊষসী সেনগুপ্ত। ভয়ংকর এই পরিস্থিতির মধ্যে পড়ে আতঙ্কের মধ্যে সময় কাটছে তার। ঊষসী নিজের ফেসবুক পোস্টে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন মঙ্গলবার।
তিনি লিখেছেন, ‘বাইপাসের ধারের একটি পাঁচতারা হোটেল থেকে আমি উবার বুক করেছিলাম। আমার গাড়ি যখন এলগিন রোডের কাছাকাছি, তখন গাড়িতে একটি বাইক এসে ধাক্কা মারে। আমার গাড়িতে যারা ধাক্কা মেরেছে তাদের কারও মাথাতেই হেলমেট ছিল না।’
১৫ জন যুবক সেখানে জড়ো হয় ঊষসীর গাড়িতে বাইক ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে। তারা গাড়ি থেকে উবার চালককে টেনে বের করার চেষ্টা করে। চালককে মারধর করে। তাকে শারিরিক ভাবে লাঞ্চিত করার চেষ্টা করে।
সোমবার রাত প্রায় দেড়টায় এমন ঘটনা ঘটেবলে জানান ঊষসী সেনগুপ্ত।
ঊষসী সেনগুপ্ত ফেসবুকে পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেন। পরে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।