হবিগঞ্জ প্রতিনিধি:
১২ জুন( বুধবার) বিকেলে হবিগঞ্জে জেলার বাহুবল উপজেলার পুটিজুড়ি ইউনিয়নের চকগাঁও গ্রামে মোবাইল ফোন চার্জ করতে গিয়ে বিস্ফোরিত হয়ে সাজু মিয়া (১২) নামে এক কিশোর মৃত্যু হয়েছে। নিহত সাজু মিয়া ওই গ্রামের জালাল মিয়ার ছেলে।
সাজু বুধবার বিকেলে মোবাইল ফোন চার্জে লাগিয়ে সেটি ব্যবহার করছিলো। এক পর্যায়ে মোবাইলটি বুকের উপর রেখে সে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর মোবাইলটি ওভার চার্জ হয়ে বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সে মারা যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়।
বাহুবলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী এসএসটিভি বাংলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।