কাঠালের ভেতর বিশেষ কায়দায় ইয়াবা ঢুকিয়ে পাচারের সময় চট্টগ্রাম রেলওয়ে জিআরপি থানার আলোচিত টিএসআই বাবলু খন্দকার (৫২) ও তার স্ত্রী শিউলী বেগমকে (৩৯) ঢাকায় গ্রেফতার করা হয়েছে।
গত বুধবার (৩ জুলাই) বিকেলে ঢাকার সায়েদাবাদ এলাকায় বাসে তল্লাসী চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের সাথে থাকা কাঁঠালের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, বাবলু খন্দকার স্বস্ত্রীক (বুধবার) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবাস্থ শ্বশুরবাড়ি থেকে গোমতি এয়ারকন নামের একটি বাসে ঢাকায় আসেন। বাসটি ঢাকার সায়েদাবাদ এলাকায় পৌছালে র্যাবের সদস্যরা বাসে তল্লাশি চালালে বাবলুকে সন্দেহ হয় তাদের। পরে তাদের সাথে থাকা কাঁঠাল নিয়ে বাস থেকে চেক করার জন্য নামায়। এ সময় কাঠালে কিছু থাকতে পারে সন্দেহ করে কাঠাল ভাঙ্গা হলে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
চট্টগ্রামে এর আগে আরেক পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা চালানের সাথে নাম আসে টিএসআই বাবলু খন্দকারের। এরপর থেকেই আত্মগোপনে ছিলেন বাবলু।
আটকের পর বাবলু র্যাবকে জানিয়েছেন, বর্তমানে তারা রাজধানীর দক্ষিণখানের একটি বাসায় বসবাস করছিলেন৷
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।