এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সেনবাগ উপজেলার ফতেহপুরও শায়েস্তানগরে অভিযান চালিয়ে মাদক আইনে ৪ মামলার আসামি আবুজাফর দুলাল(২৮)ও মাদক আইনের ৩ মামলার আসামি নুর মোহাম্মদ লিটন(৩৮)কে ২২ পিচ ইয়াবা সহ বুধবার রাতে সেনবাগ থানার এএসআই সমর বড়ুয়া তার সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
পুলিশ সুত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী আবু জাফর দুলাল ফতেহপুর সফিউল্যার পুত্র ও অপর মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদ লিটন শায়েস্তানগরের সাহাব উল্যার পুত্র।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।