এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় একটি বেসরকারী হাসপাতালে সিজার করার সময় নবজাতক সহ প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।এ ঘটনায় হাসপাতালের মালিক সহ দু'জনকে আটক করেছে সেনবাগ থানা পুলিশ।
বুধবার ২৪ জুলাই রাতে সেনবাগ উপজেলার দি নিউ সেন্ট্রাল হাসপাতালে এ ঘটনা ঘটে।নিহত প্রসূতির নাম বিবি কুলসুম (১৯)তিনি উপজেলার ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর গ্রামের মোঃ রিপনের স্ত্রী। প্রসূতির পারিবারিকসূএে জানা যায়,বুধবার বিবি কুলসুমের সিজার করার তারিখ ছিল।পরে বিকেলের দিকে বাবা-মা তাকে দি নিউ হাসপাতালে ভর্তি করান।এক পর্যায়ে রাত ৮ টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো প্রকার ডাক্তার ছাড়াই রোগীকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে সিজার অপারেশন করে।হঠাৎ করে রাত ১০ টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ আত্নীয়-স্বজনদের জানান,তাদের রোগীর অবস্থা ভালো নয়,তাকে চট্রগ্রাম নিয়ে যেতে হবে।পরে একটি এম্বুলেন্সে করে রোগীকে ফেনী পর্যন্ত নেওয়ার পর অবস্থা ভালো নয় ভেবে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার জানান এ রোগী অনেক আগেই মারা গেছেন। স্বজনদের দাবী,কোন প্রকার অভিজ্ঞ ডাক্তার ছাড়াই সিজার করানোর কারণে অপারেশান থিয়েটারেই প্রসূতি ও তার গর্ভের সন্তান মারা যায়।
এ ব্যাপারে সেনবাগ থানার ওসি মিজানুর রহমান সাংবাদিক দেরকে জানান,এ খবর পেয়ে দি নিউ সেট্রাল হাসপাতাল থেকে দু'জনকে আটক করা হয়েছে।আটককৃত হলেন-হাসপাতালের মালিক হারুন অর রশিদ(২৫) ও পরিচালক আমিরুল ইসলাম(৩১)।নিহতদের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আজ ২৫ জুলাই সকালে নিহত বিবি কুলসুমের সুরতহাল রির্পোটের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য যে,সম্প্রতি এ হাসপাতালকে বিভিন্ন অনিয়ম,অব্যবস্থাপনার কারণে নোয়াখালী জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান ৬৫ হাজার টাকা জরিমানা করেন।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।