বাংলাদেশে রোহিঙ্গা আসার পর থেকে টেকনাফ সড়কে ২৪ ঘন্টা জ্যাম আটকে পড়ে থাকে,রাস্তা প্রসস্থ করা তো দুরের কথা, রাস্তা সংস্কারের কাজ চলতেছে এমন কোন প্রতিচ্ছবি ও দেখা মিলে নি,হাজার হাজার গাড়ি চলাচল
করার কারণে রাস্তা ক্ষয় হয়ে গর্ত সৃস্টি হয়ে গাড়ি এক্সিডেন্ট হচ্ছে শতভাগ,এইসব দুরের কোন কোন চিত্র নয়।এইটা আমাদের উখিয়া কাস্টম বালুখালীর চিত্র, একই সাথে একটি ট্রাকের নিচে ৫ টি সিএন জি ও টমটম চাপা পড়ে এই মুহুর্তে ঘটনা স্থলে অন্তত ৮ জনের মৃত্যু হয়, এলাকাবাসীর ধারণা দিনের বেলা ভারি মালামাল ভর্তি ( ট্রাক) চালাচল নিষিদ্দ করলে হয়তো কিছুটা এইরকম ভয়াভহ দৃঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।
করার কারণে রাস্তা ক্ষয় হয়ে গর্ত সৃস্টি হয়ে গাড়ি এক্সিডেন্ট হচ্ছে শতভাগ,এইসব দুরের কোন কোন চিত্র নয়।এইটা আমাদের উখিয়া কাস্টম বালুখালীর চিত্র, একই সাথে একটি ট্রাকের নিচে ৫ টি সিএন জি ও টমটম চাপা পড়ে এই মুহুর্তে ঘটনা স্থলে অন্তত ৮ জনের মৃত্যু হয়, এলাকাবাসীর ধারণা দিনের বেলা ভারি মালামাল ভর্তি ( ট্রাক) চালাচল নিষিদ্দ করলে হয়তো কিছুটা এইরকম ভয়াভহ দৃঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।