সিলেটে উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহজালাল রহমতউল্লাহ আলাহির ৭০০তম ওরশ অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে দরগায় ভিড় নেমেছে দেশ-বিদেশের লাখো ভক্ত-অনুরাগীর। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই ওরস বুধবার আখেড়ি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
১৩০০ খ্রিস্টাব্দের দিকে সিলেটে হযরত শাহজালাল রহমতউল্লাহ আলাহির আগমন ঘটে। তাঁর আগমনের পর এই অঞ্চলের মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে।
প্রতিবছর মহান এই অলির ওরসে অংশ নিতে দূর দুরান্ত থেকে ছুটে আসেন হাজারো ভক্ত-অনুরাগী।
এবারো বৃষ্টি আর বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে শুরু হয় গিলাফ ছড়ানোর আনুষ্ঠানিকতা চলে বিকেল অব্দি। নিজেদের জীবনের সন্তুষ্টির পাশাপাশি ভক্তরা প্রার্থনা করেন দেশের মঙ্গলের জন্য।
নির্বিঘ্নে ওরসের আনুষ্ঠানিকতা পালনে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানায় আয়োজক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্বামী চন্দ্রনাথানন্দ, বলেন অন্য ধর্মালম্বীর মানুষজন এই সুফি সাধকের কাছে অন্তরের টানে শ্রদ্ধা জানাতে ভিড় করেন।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।