পুলিশ খুনাখুনি না থামিয়ে প্রেমের মতো সুন্দরও সামাজিক কর্মকাণ্ড থামাতে চাচ্ছে। সংবিধান প্রেম থামাতে বলেনাই,এক্সট্রা জুডিশিয়াল কিল করতে বলেনি, মানবিক মর্যাদা, ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে বলেছে।
আমাদের আঞ্চলিক ভাষায় একটি প্রচলিত কথা রয়েছে, "লেবু বেশি চাপলে তিতা হয়ে যায়"। এই উঠতি বয়সের ছেলে-মেয়েদের আপনারা শাসনের নামে বিগড়ে দিচ্ছেন, আপনার সম্পর্কে বিরূপ মনোভাব এর জন্ম দিচ্ছেন। পার্কে না ঘুরে ছেলেমেয়েরা কি হোটেল এ যাবে..? আর গেলেও তাতে আপনাদের কি..!! আপনারাই তো আইন পাশ করে লিভ টুগেদার বৈধ ঘোষণা করেছেন। আমরা কেউই আইনের বাইরে নই।
প্রেম, চুমু, ভালোবাসা অসামাজিক। খুন, ছিনতাই, দুর্নীতি বড্ড সামাজিক আপনাদের এই সমাজে।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।