যৌক্তিক আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলির টিয়ার সেলে চোখ ঝলসে গিয়েছে ২০ জুলাই আজ। ২০১৭ সালে এই দিনে সাত কলেজের বিদ্যমান সংকট নিরসনের দাবিতে আন্দোলনে করতে গিয়ে আটক হয় পুলিশের হাতে অনেকেই।
আজ সেই ২০ জুলাই। ঠিক ২ বছর আগে ২০ জুলাই ২০১৭ তারিখে পরীক্ষার দাবীতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালায়। আহত ও গ্রেপ্তার হয় অনেক ছাত্র। আর সে দিন জীবনের প্রথম টিয়ার সেল কি বুঝেছিলাম। সেই আন্দোলনে তিতুমির কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান পুলিশের গুলিতে তার ২ চোখ হারায়। অজ্ঞাত ১২০০ ছাত্রের নামে মামলা দায়ের করে শাহবাগ থানা পুলিশ। পুলিশের অন্যায়ভাবে গুলি চালানো নিয়ে অনেক বিক্ষোভ ও আন্দোলন হয় এবং ভিডিও ফুটেজের মাধ্যমে প্রমাণিত হয় পুলিশের গাফিলতি। সিদ্দিকের চিকিৎসার দায়িত্ব সরকার নিলেও চোখ ফিরিয়ে দিতে পারেনি। ফলে অন্ধত্বই হয় সিদ্দিকের সারা জীবনের সঙ্গি। এই দেড় বছরেও সেশনজট দূর করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উল্টো ঝুলে আছে অনেক সেশনের ভাগ্য। ধীরগতির পরীক্ষা এবং রেজাল্ট প্রকাশ না করার ফলে শিক্ষার্থীদের ভবিষ্যত এখন হুমকি মধ্যে।
এখন আর কত অপেক্ষা? আরো কত চোখ নিলে হুশ ফিরবে ঢাবি কর্তৃপক্ষের? প্রশ্ন রইলো...
সাত কলেজের অধিভুক্তির ৩.৫ বছরেও ঢাবির নিলর্জ্জ প্রশাসন সঠিকভাবে একাডেমিক কার্যক্রম চালাতে ব্যর্থ। ঢাবির প্রশাসনের প্রহসনের জন্য জীবন দিতে হয়েছে আরও এক বোনকে। আরো কত জীবন দিলে ঢাবির প্রশাসনের হুশ ফিরবে ? ওহে ঢাবির নির্লজ্জ প্রশাসন ,,,,,,
সিদ্দিকের চোখ যাওয়ার তিনবছর পরে মিতুর আত্মহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল একই দিনে !!!
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।