এফ এম শাহ রিপন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে নির্মাণ শ্রমিকবাহী একটি পিকআপ উল্টে চার শ্রমিক নিহত হয়েছেন।এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত আরো ১৫ জন শ্রমিক।
গুরুত্বত আহত শ্রমিকদেরকে স্থানীয়রা উদ্ধার করে বেগমগঞ্জ সরকারী হাসপাতাল ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুন উর রশিদ সংবাদ কর্মীদের কে জানান, রবিবার সকাল ৭টার দিকে ফেনী থেকে বেগমগঞ্জের বাংলাবাজারে বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের কাজ করার জন্য ১৯ জনের একদল শ্রমিক পিকআপে করে যাওয়ার পথে চৌমুহনী বাজারের সিঙ্গারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ীটি উল্টে যায়।
এতে ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়।এ সময় গুরুতর আহত আরো ১৫ জন নিমার্ণ শ্রমিককে উদ্ধার করে পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয় তাৎক্ষনিক তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি ৷এঘটনায় বর্তমানে আরো ১৫ জন নিমার্ণ শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।