পাইকগাছায় আবারও দুই গৃহবধু আত্মহত্যা করেছে। থানা পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার বিরাশী গ্রামের মুজিবর মোড়লের স্ত্রী তাছলিমা বেগম (৩০) শনিবার রাত ৯ টার দিকে নিজ বসত ঘরের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পরে খবর পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি এমদাদুল হক শেখ জানিয়েছেন। যার নং- ৩০/১৯।
অপর দিকে, একই দিন সকালে লতার মুনকিয়া গ্রামে পূর্ণিমা মল্লিক নামে অপর এক গৃহবধু আত্মহত্যা করে। ১৭ থেকে ১৮ মাস আগে বিয়ে হয় মুনকিয়া গ্রামের নির্মল মল্লিকের ছেলে, প্রিন্স মল্লিকের সাথে, পূর্ণিমা চার থেকে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিল।
খুলনা জেলার, বটিয়াঘাটা থানার, কেঁচোর আবাদ গ্রামের, পঙ্কজ সরদার এর মেয়ে পূর্ণিমা সরদার। অভিযোগ উঠেছে অন্তঃসত্ত্বা থাকা অবস্থায়, পূর্ণিমাকে শারীরিক নির্যাতন ও গলাই ফাস দিয়ে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছে।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।