দেশব্যাপী শিশু হত্যা ও শিশুদের উপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভৈরবের কাকলি খেলাঘর আসর। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে কাকলি খেলাঘরের নেতৃত্বে শিশু-কিশোরেরা ভৈরব রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে সমবেত হয়ে ব্যানার ও প্লেকার্ড, ফেস্টুন নিয়ে শিশুদের উপর পাশবিক নির্যাতনকারীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ভৈরব বাজারের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে ভৈরব কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদ সভার মাধ্যমে সমাপ্ত হয়।
কাকলি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তারা শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে ও শিশুদের উপর পাশবিক নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্যে সরকারের নিকট জোর দাবি জানান। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনশতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।