রোহিঙ্গা সংকটের দুই বছর পূর্তিতে ৫ দফা দাবিতে মহাসমাবেশ>> SSTV Bangla
আজ ২৫ আগস্ট সংকটের দুই বছর পূর্তি ও ৫ দফা দাবিতে মহাসমাবেশ করেছে রোহিঙ্গারা। নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার ঘোষণাও দেয় নেতারা। রোববার (২৫ আগস্ট) সকাল সাড়ে নয়টা থেকে উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প এক্স:-৪ এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে উপস্থিত ছিলেন, আরাকান রোহিঙ্গা সোসাইটির নেতারা উপস্থিত ছিলেন। বিভিন্ন ক্যাম্প থেকে আসা রোহিঙ্গাদের পদচারণায় কানায় কানায় পরিপুর্ণ হয় সমাবেশ স্থল। উল্লেখ্য যে, রোববার (২৫ আগস্ট) রোহিঙ্গা সংকটের দুই বছর পূর্ণ হয়েছে। ২০১৭ সালের এ দিনে ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনা ঘটে মিয়ানমারের রাখাইন রাজ্য। এরপর থেকে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গারা। বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা প্রায় ১১ লাখ।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।