এফ এম শাহ রিপন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে নতুন ধরনের ১০০ পিস সাদা ইয়াবা ট্যাবলেট সহ মোঃ শাকিল প্রকাশ রবিউল (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে নতুন ধরনের ১০০ পিস সাদা ইয়াবা ট্যাবলেট সহ মোঃ শাকিল প্রকাশ রবিউল (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত শাকিলের বাড়ি সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ফতেহপুর গ্রামে। সে ওই গ্রামের আবদুল মুন্নাফের নতুন বাড়ির আবদুল মুন্নাফের ছেলে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে থানার এএসআই আবু সুফিয়ানের নেতৃত্বে সঙ্গীত পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কাবিলপুর ইউপির ভূঁইয়ার মার্কেট থেকে তাকে ১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে। এর মধ্যে ৮০ পিস সাদা ইয়াবা যা অত্র অঞ্চলে এই প্রথম ধরা পড়েছে। এই নিয়ে পুলিশ প্রশাসন উদ্বিগ্ন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানায়,সোমবার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারেপ্রেরণ করা হয়েছে।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।