আল-আকসায় ঈদের নামাজ চলাকালে ফিলিস্তিনিদের উপর হামলা>> SSTV Bangla
মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে রবিবার (১১ আগস্ট) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
আর এদিনই ফিলিস্তিনির হাজারো মুসলিম ধর্মাবলম্বী মানুষ জেরুজালেমের আল আকসা মসজিদে ঈদের নামাজ পড়তে আসলে তাদেরকে লক্ষ্য করে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে ইসরাইলী বাহিনী। খবর আল জাজিরা’র।
এবার ঈদুল আজহা এবং ইহুদিদের তিশা বা’ভ উদযাপন একই দিনে পড়ায় আল-আকসা ঘিরে উত্তেজনা তৈরি হয়।
আল-আকসা চত্বরে ডানপন্থী ইহুদি সেটলাররা ঢুকতে পারে এমন আশঙ্কায় আগে থেকেই সেখানে জড়ো হন মুসলিমরা। এসময় তাদের বলতে শোনা যায়- “নিজেদের সব উজাড় করে দিয়ে আল-আকসা তোমাকে পুনরুদ্ধার করব আমরা।”
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।