রবিউল হাসান শিমুলঃ
সোমবার (২৬ আগস্ট) সকাল ১০.০০ ঘটিকায় কক্সবাজার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে কক্সবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা জুলাই-২০১৯ অনুষ্ঠিত হয়।
সোমবার (২৬ আগস্ট) সকাল ১০.০০ ঘটিকায় কক্সবাজার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে কক্সবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা জুলাই-২০১৯ অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার(সদর) জনাব রেজওয়ান আহমেদ এর সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার(উখিয়া সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), সিনিয়র সহকারী পুলিশ সুপার(চকরিয়া সার্কেল), সহকারী পুলিশ সুপার(মহেশখালী সার্কেল), সহকারী পুলিশ সুপার(ডিএসবি), সহকারী পুলিশ সুপার(ট্রাফিক বিভাগ), সকল থানার অফিসার ইনচার্জসহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মাসিক কল্যাণ সভায় জুলাই ২০১৯খ্রিঃ মাসে ভাল কাজে কৃতিত্বের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী, শ্রেষ্ঠ মাদক উদ্বারকারী ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী সহ মোট ২৮(আটাশ) জন পুলিশ সদস্য ও ০৮(আট) জন গ্রাম পুলিশ সদস্যকে অর্থ পুরষ্কার ও সম্মাননা সনদ এবং জেলা বিশেষ শাখা(ডিএসবি) ও রিজার্ভ অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীগণকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।
পুলিশ সুপার মহোদয় তাহার বক্তব্যে জুলাই ২০১৯খ্রিঃ মাসে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে বেলা ১২.০০ ঘটিকায় কক্সবাজার জেলার জুলাই ২০১৯খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।