জঙ্গলে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত, বজ্রপাতে পরকীয়া জুটির মৃত্যু>> SSTV Bangla
গভীর জঙ্গলে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হতে গিয়ে পরকীয়া যুগলের মৃত্যু হয়েছে বজ্রপাতে। ভারতের ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে জঙ্গলে এ দুর্ঘটনা ঘটে। তারা প্রায়ই ওই জঙ্গলে যেতেন বলে জানায় স্থানীয়রা।
নিহত যুবকের নাম জিতেন সিং (৩৩) এবং যুবতীর নাম কুনকি দোলুই (২৫)। তাদের বাড়ি বেলিয়াবেড়া থানার বনকাটি এবং সোনাপড়া এলাকায়।
নিহত ওই যুগল স্থানীয় একটি ইটভাটায় কাজ করতেন উল্লেখ করে দেশটির গণমাধ্যম জানায়, জঙ্গলে লুকিয়ে প্রেম করতে গিয়ে ওই দুই ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে বজ্রপাতে। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে বেলিয়াবেড়া থানার পুলিশ গোপীবল্লভপুর-২ ব্লকের বিডিও অফিসের পেছনে একটি জঙ্গল থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে।
স্থানীয়রা আরো জানায়, বিবাহিত হলেও নিহত এই নারী ও পুরুষের মাঝে পরকীয়া সম্পর্ক ছিল। তারা প্রায়ই এই জঙ্গলে দেখা করতেন। সোমবার বিকেলেও তারা দেখা করতে আসেন।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।