পারিশ্রমিক নিতে অস্বীকার করেন, জোর করে রানুকে পারিশ্রমিক দিলেন হিমেশ>>SSTV Bangla
ভারতের রানাঘাটের রেল স্টেশনের সেই ভিখারিনী রাণু মন্ডল এখন পরিচিত মুখ। ইতোমধ্যে সেলিব্রেটি বনে গেছেন। এখন তার সঙ্গে সেলফি তোলার জন্য ভিড় করে শত-শত মানুষ।প্যার কা নাগমা হ্যায়’ গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন রানু মণ্ডল। সেই যে শুরু, আর পেছনে ফিরে তাকাতে হয়নি রানুকে। হিমেশ রেশমিয়ার হাত ধরে সরাসরি চলে যান বলিউডে। ‘তেরি মেরি’ গান গেয়ে আপাতত ক্যামেরার ফ্ল্যাশে রানু।
হিমেশ রেশমিয়ার সঙ্গে গান গেয়ে রানু ৬-৭ লাখ টাকা পারিশ্রমিক পান। যে টাকার অঙ্ক দেখে প্রথমে রানু পারিশ্রমিক নিতে অস্বীকার করেন। হিমেশ রেশমিয়া এরপর জোর করেই রানু মণ্ডলের হাতে ওই পারিশ্রমিক তুলে দেন।রানুকে নাকি এবার দেখা যেতে পারে ‘বিগ বস’ শোতে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘বিগ বস।শোনা যাচ্ছে, এবার বিগ বসের সিজন ১৩-তে যোগ দেওয়ার জন্য খোদ সালমানের ডাক পেয়েছেন রানাঘাটের রানু মণ্ডল। যদিও এ বিষয়ে এখনো শোয়ের নির্মাতাদের তরফে কিছুই জানানো হয়নি। মুখ খোলেননি রানু মণ্ডলও।
রাজধানীর নবাবপুর রোডে শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বরাদ্দকৃত তিনতলা বাড়ি দখলকারী দুই ভাই জাবেদ ও আবেদের আরও অনেক কুকীর্তির খবর পাওয়া গেছে।
বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ওই এলাকাতে তারা ইতিপূর্বে আরও ৫টি বাড়ি দখল করেছেন জাল-জালিয়াতির মাধ্যমে। সে সময়ও লালবাগ বিভাগের পুলিশ কর্মকর্তাদের মোটা অংকের টাকা ঘুষ প্রদান করা হয়েছিল। দখলকৃত সে সব বাড়িতে কয়েক বছর আগেই নতুন নতুন ভবন নির্মাণের পর এখন কোটি কোটি টাকা ভাড়া আদায় করা হচ্ছে।
আবেদ ও জাবেদের অতীত বলছে, তাদের চরিত্র ‘দুধের মাছির’ মতো। বিএনপির শাসনামলে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার আশীর্বাদপুষ্ট ছিলেন দুজন। খোকা ও তৎকালীন স্থানীয় সাংসদ নাসির উদ্দিন পিন্টুর প্রভাবকে পুঁজি করে জাল দলিলপত্র তৈরি করে অর্পিত সম্পত্তিও দখল করতেন জাবেদ ও আবেদ। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুজন তাদের নামের আগে ‘শেখ’ শব্দটি যুক্ত করেন; বনে যান নব্য আওয়ামী লীগার এবং চালিয়ে যেতে থাকেন পুরনো অপকর্ম।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।