পাকিস্তান কাশ্মীর ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তানকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন।
বন্দুক হাতে নিতে প্রস্তুত কাশ্মীরিরা
বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেইশি’র সঙ্গে বৈঠকর পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ তথ্য জানিয়েছেন।
এ প্রসঙ্গে চীন এক বিবৃতিতে বলেছে, কাশ্মীর প্রশ্নে পাকিস্তানের বৈধ অধিকার ও স্বার্থের প্রতি চীন তার সমর্থন অব্যাহত রাখবে।
কাশ্মীর বিষয়ে একপেশে পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এ ধরনের পদক্ষেপ নেওয়া উচিত নয়।
ভারত ও পাকিস্তানকে ঐতিহাসিক বিদ্বেষ কাটিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানায় তারা।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি চীন থেকে এক ভিডিও বার্তায় বলেছেন, চীনা পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে আড়াই ঘণ্টাএ এক বৈঠকে চীন কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থানকে পুরোপুরি সমর্থন জানায় বলে তিনি ঘোষণা করেন।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।