অভিযোগ প্রমাণিত হলে জাবি’র ভিসির বিরুদ্ধে ব্যবস্থা: ওবায়দুল কাদের
দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
জাবি উপাচার্যের পদত্যাগের দাবির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণ হলে, নৈতিক স্খলনজনিত অভিযোগ এলে সেটা যদি তদন্ত করে প্রমাণ হয় তিনিও কোনও আইনের ঊর্ধ্বে নন। তিনি যদি কোনও অন্যায় করে থাকেন, এখানে যদি তার কোনও অপকর্মের সংশ্লিষ্টতা থাকে, তবে অবশ্যই তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ চেয়েছেন। এ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল তো প্রধানমন্ত্রীসহ সবারই পদত্যাগ চান। এ আর নতুন কী? আর দুর্নীতির কথা তাদের মুখে মানায় না। আওয়ামী লীগ শাসনামলে কোনও হাওয়া ভবন তৈরি হয়নি। সরকারের পাল্টা দফতর নাই। তাদের অতীত ইতিহাস ভুলে গেলে চলবে না। আয়নায় নিজের মুখ দেখেন।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘চীনের সহযোগিতা নেওয়ার মানে ভারতের সঙ্গে সম্পর্কহানী নয়। ভারত আমাদের প্রতিবেশী দেশ— তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় আছে, থাকবে। আসামের বিষয়ে ভারত সরকার বাংলাদেশকে উদ্বেগ না হওয়ার পরামর্শ দিয়েছে।’
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।