নোয়াখালীতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,বন্দুক ও ইয়াবা উদ্ধার
এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে বেলাল হোসেন (৪৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
এসময় তার কাছ থেকে একটি দেশিয় তৈরি একনলা বন্দুক ও ২৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১,সিপিসি-৩ লক্ষীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক পুলিশ সুপার নরেশ চাকমা।গ্রেপ্তারকৃত বেলাল হোসেন উপজেলার কেশরপাড় ইউনিয়নে বীরকোট গ্রামের আবদু জব্বারের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে বীরকোট এলাকার সানা উল্যা ভূইয়ার বাড়ীতে অভিযান চালানো হয়।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভূক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী আসামী মোঃ বেলাল হোসেনকে একটি বন্দুক ও ২৫০পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
বেলাল দীর্ঘদিন ধরে সেনবাগের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল।
র্যাব-১১ এর একটি বিশেষ দল তার উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বেলালের বিরুদ্ধে সেনবাগ থানায় মাদক আইনে ৫ টি মামলা রয়েছে এবং এ ঘটনায় আরো পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।