নোয়াখালীতে শিক্ষকদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত
এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে শিক্ষার গুনগতমান উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭সেপ্টেম্বর মঙ্গলবার প্রধান শিক্ষকদের সমন্বয় সভায় উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।সেনবাগ উপজেলা শিক্ষা অফিসার কামরুন্নাহারের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহাম্মদ চৌধুরী। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান গোলাম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম সুলতানা।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তাক আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আলী আজগর, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ শহিদ উল্যাহ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ চৌধুরীকে উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে উপজেলা শিক্ষা অফিসার কামরুন্নাহার ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।