খালেদার মুক্তির দাবিতে বিএনপির নয়া কর্মসূচি ঘোষণা>> SSTV
কারাবন্দি বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১১ সেপ্টেম্বর ঢাকায় ও ১২ সেপ্টেম্বর সারাদেশে মানববন্ধন করার ঘোষণা দিয়েছে দলটি। একই সঙ্গে ২৬ সেপ্টেম্বর ময়মনসিংহ ও ২৯ সেপ্টেম্বর রাজশাহীতে সমাবেশের ঘোষণাও দেয়া হয়েছে।
রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন।
এ সময় বিএনপি মহাসচিব বলেন, দিন দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে ষড়যন্ত্র করে কারাগারে প্রেরণ করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার।
ফখরুল আরো বলেন, খালেদা জিয়া আর্থরাইটিস এ ভুগছেন যার সঠিক চিকিৎসা না হলে চিরস্থায়ী পঙ্গুতের স্বীকার হতে পারেন তিনি।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।