এফ এম শাহ রিপন, নোয়াখালী প্রতিনিধিঃ
রাজধানী ঢাকা সহ সারাদেশে যখন ডেঙ্গু মশার আক্রমনে একের পর এক মানুষ মৃত্যু বরন করছে ও ডেঙ্গু প্রতিরোধে হিমশিম খাচ্ছে । তখন ডেঙ্গু মশা প্রতিরোধে ভেষজ ঔষধ তৈরীর সু-খবর নিয়ে এসেছে নোয়াখালীর সেনবাগের কাদরা ইউনিয়নের নজরপুর গ্রামের হাজ্বী সফর আলীর বাড়ির রোকেয়া বেগম (৪৬) বছর বয়সী এক নারী।
রাজধানী ঢাকা সহ সারাদেশে যখন ডেঙ্গু মশার আক্রমনে একের পর এক মানুষ মৃত্যু বরন করছে ও ডেঙ্গু প্রতিরোধে হিমশিম খাচ্ছে । তখন ডেঙ্গু মশা প্রতিরোধে ভেষজ ঔষধ তৈরীর সু-খবর নিয়ে এসেছে নোয়াখালীর সেনবাগের কাদরা ইউনিয়নের নজরপুর গ্রামের হাজ্বী সফর আলীর বাড়ির রোকেয়া বেগম (৪৬) বছর বয়সী এক নারী।
রোকেয়া বেগম নজরপুর গ্রামের ৬নং ওয়ার্ডের (অবসর প্রাপ্ত) সেনা সদস্য ওলি উল্লার স্ত্রী। সংসার জীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের জননী।
রোকেয়ার বেগম বুধবার বিকেলে সেনবাগে সাংবাদিকদের কার্যালয়ে আসেন তার আবিস্কৃত ডেঙ্গু মশা প্রতিরোধী ভেষজ ঔষধ নিয়ে। তিনি সাংবাদিকদের সামনে আবিস্কৃত ঔষধ তৈরীর বিষয়ে উপস্থাপন করেন। তিনি তার তৈরীকৃত ঔষধ নির্বাহী অফিসারের কার্যালয়ে,কৃষি সম্প্রসারণ অফিস ও সেনবাগ থানায় দিয়েছের বলে জানান। রোকেয়া বেগম তার তৈরী ঔষধ পরীক্ষামুলক ভাবে বিনামূল্যে সরকারি-বেসরকারি হাসপাতাল, স্কুল কলেজ ও মাদরাসায় সরবরাহের আগ্রহ প্রকাশ করেছে।
তার দাবী তার তৈরীকৃত ঔষধে কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই।ওই ঔষধ স্প্রে দিয়ে ছিটিয়ে ও বাটি ভর্তি করে রাখলেও মশা আর আসবেনা।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।