দুই তরুণের মৃত্যুর প্রতিশোধে ইসরাইলে রকেট হামলা ফিলিস্তিনিদের>> SSTV
দুই ফিলিস্তিনি তরুণের মৃত্যুর প্রতিশোধ নিতে ইসরাইলের অভ্যন্তরে রকেট হামলা চালিয়েছে হামাস। এ হামলায় গাজা সীমান্ত এলাকা থেকে পাঁচটি রকেট ইসরাইলের ভূখণ্ডে ছোড়া হয়।
এরপর শুক্রবার সীমান্ত এলাকায় ইসরাইলি সম্প্রদায়ের সঙ্গে ফিলিস্তিনিদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। খবর টাইমস অব ইসরাইল।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানায়, পাঁচটি রকেট শনাক্ত করা গেছে যেগুলো সীমান্ত অতিক্রম করে ইসরাইলি ভূখণ্ডে এসেছে।
এরপর ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গাজার কয়েকটি এলাকায় হামাসের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায় ইসরাইলি বাহিনী। আর্টিলারি ও বিমান থেকে এ হামলা চালানো হয়।
স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, ফিলিস্তিনি নিহত দুই তরুণেরএকজনের নাম আলি আল-আশকার (১৭)। নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। ইসরাইলিগুলিতে আহত হয়েছেন অন্তত ৭০ জন। এদের মধ্যে ইসরাইলের ছোড়া তাজা গুলিতে আহত হয়েছেন ৩৮ জন।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।