কক্সবাজারের উখিয়া উপজেলায় পালং গার্ডেন একতা সংঘ কতৃক আয়োজিত মিনিবার গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন করা হয়, শুক্রবার বিকেল ৪টায় পালং গার্ডেন সংলগ্ন খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, ট্রাক সমিতি উখিয়া উপজেলা শাখার সম্মানিত সভাপতি মোঃ শাহ জাহান, উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানভীর হায়দার সভাপতি পালং গার্ডেন একতা সংঘ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আজফার আকিব চৌধুরী
সাধারণ সম্পাদক, পালং গার্ডেন একতা সংঘ, নয়ন চৌধুরী ও ইফতেকারুল ইসলাম।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মোস্তফা কামাল সাইমুন।
উদ্বোধনের প্রথম দিনে মুখোমুখি হয় নলবনিয়া কিশোর একাদশ বনাম চরপারা ক্রীড়া ঐক্য পরিষদ।
ম্যাচের নলবনিয়া কিশোর একাদশ কে ২ঃ১ গোলে হরিয়েছে চরপারা ক্রীড়া ঐক্য পরিষদ।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।