গতকাল শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসেছিলেন এক সময়ের আলোচিত চিত্রনায়িকা ময়ূরী। বাংলাদেশের চলচ্চিত্র নিয়েও কতা বলেন তিনি।
শাকিব খান ঢাকাই চলচ্চিত্রে থাকার কারণেই ভালো সিনেমা হচ্ছে বলে মনে করেণ ময়ূরী। বললেন, আমাদের শাকিব আছে, অবশ্যই ভালো সিনেমা তো হচ্ছেই।
ময়ূরী বলেন, ‘নির্বাচন হচ্ছে আনন্দ লাগছে। এখানে এসে ভালো লাগছে। এটা সেই আমার এফডিসি আগে যেমন ছিল এখনো তেমনই আছে। এফডিসিতে আসা হয়, প্রতি বছরেই আসা হয়। পিকনিকে আসা হয়, কিন্তু পিকনিক তো আর এখানে হয় না বাইরে হয় যে কারণে হয়তো দেখা হয় না।’
নির্বাচিত কমিটির কাছে প্রত্যাশা সম্পর্কে ময়ূরী বলেন, ‘আমি চাই যারা নির্বাচিত হবে তারা শিল্পীদের কল্যাণে কাজ করবে। নতুন কমিটির কাছে এটাই আমার চাওয়া থাকবে। আর চলচ্চিত্র তো নির্মাণ করে প্রযোজকেরা। প্রযোজকেরা এগিয়ে আসলেই ভালো সিনেমা হবে। এটা তো আর আমাদের শিল্পীদের কাজ নয়।’
এই মুহূর্তে পরিবার সংসার নিয়েই আছি তাছাড়া আমি আমেরিকায় থাকি এবং আমার দুই সন্তান আছে তাদের নিয়েই আমার সব চিন্তা ভাবনা। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এটায় আমার চাওয়া বলেন ময়ূরী।
#bd24report
শাকিব খান ঢাকাই চলচ্চিত্রে থাকার কারণেই ভালো সিনেমা হচ্ছে বলে মনে করেণ ময়ূরী। বললেন, আমাদের শাকিব আছে, অবশ্যই ভালো সিনেমা তো হচ্ছেই।
ময়ূরী বলেন, ‘নির্বাচন হচ্ছে আনন্দ লাগছে। এখানে এসে ভালো লাগছে। এটা সেই আমার এফডিসি আগে যেমন ছিল এখনো তেমনই আছে। এফডিসিতে আসা হয়, প্রতি বছরেই আসা হয়। পিকনিকে আসা হয়, কিন্তু পিকনিক তো আর এখানে হয় না বাইরে হয় যে কারণে হয়তো দেখা হয় না।’
নির্বাচিত কমিটির কাছে প্রত্যাশা সম্পর্কে ময়ূরী বলেন, ‘আমি চাই যারা নির্বাচিত হবে তারা শিল্পীদের কল্যাণে কাজ করবে। নতুন কমিটির কাছে এটাই আমার চাওয়া থাকবে। আর চলচ্চিত্র তো নির্মাণ করে প্রযোজকেরা। প্রযোজকেরা এগিয়ে আসলেই ভালো সিনেমা হবে। এটা তো আর আমাদের শিল্পীদের কাজ নয়।’
এই মুহূর্তে পরিবার সংসার নিয়েই আছি তাছাড়া আমি আমেরিকায় থাকি এবং আমার দুই সন্তান আছে তাদের নিয়েই আমার সব চিন্তা ভাবনা। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এটায় আমার চাওয়া বলেন ময়ূরী।
#bd24report
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।