নিউজ ডেস্কঃ
ক্যাসিনো কাণ্ডে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন লোকমান। এই নিয়েই চলছে আলোচনা-সমালোচনার। এর মাঝেই ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত থাকার কারণেই গ্রেপ্তার করা হয়েছে পাপনের বধু লোকমানকে।
এর মাঝেই পাপনের একটি ছবি ছড়াচ্ছে অনলাইনে। সেইখানে দেখা যায় যে বিসিবি বস আছেন ক্যাসিনোতে। সেইখানে খেলছেন তিনি। আর এই নিয়েই যেন আবারো শুরু হয়ে গিয়েছে আলোচনার। তবে এই ব্যাপারে এখনো ক্তহা বলা যায়নি বিসিবির বসের সাথে।
তবে এই ছবি কতোটুকু সত্য এখন সেটাও যে দেখার বিষয়।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।