সড়ক দূর্ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান ও এমপি'র প্রতিনিধি গুরুতর আহত
এফ এম শাহ রিপন,স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালী সেনবাগ উপজেলায় সড়ক দূর্ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির ও এমপির প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার রাত ১১ টার সময় উপজেলার ছাতারপাইয়া-কাশিপুর সড়কের শাহা বাড়ীর সন্নিকটে ব্রিকফিল্ডের সামনে প্রাইভেটকার ও ট্রাকক্টরের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দূর্ঘটনার শিকার হন তারা।
স্থানীয় সূত্রে জানাযায়,সেনবাগ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির ও এমপি মোরশেদ আলমের প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরীসহ চার জন প্রাইভেট কার যোগে এমপি মোরশেদ আলমের বাড়ী নাটেশ্বর যাওয়ার পথে কাশিপুর রোডে শাহা বাড়ীর সন্নিকটে ব্রিকফিল্ডের ট্রাকটরের সাথে প্রাইভেটকারের সংঘর্ষ ঘটে। এতে সেনবাগ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির ও এমপি প্রতিনিধি কামাল উদ্দীন চৌধুরী সহ চার জন গুরুতর আহত হয়।
আহতদের উদ্বার করে প্রথমে সেনবাগ সরকারী হাসপাতালে এবং পরে কবির ও কামালকে মাইজদী গুডহিল প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।