রবিউল হাসান শিমুল:
সবুজ পাহাড়ে ঘেরা এ বিশ্ববিদ্যালয়টি মুগ্ধ করে সবাইকে। শাটল ট্রেনের ডাক পৌঁছে যায় সবার কানে কানে। তাইতো প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে আসে এ বিশ্ববিদ্যালয়ে। তারই ধারাবাহিকতায় আগামী ২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ সেশনের ভর্তি পরিক্ষা।
পরিক্ষার্থীদের যাতায়াত দিকনির্দেশনা, রেজাল্ট দেখাসহ সর্বাত্মক সহযোগিতার জন্য
সবসময় প্রস্তুত রয়েছে "উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশন (চবি)"।
যেকোন প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে "উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশন (চবি)" প্রস্ত্তত বলে জানিয়েছেন "উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশন (চবি)" এস সভাপতি মোঃ রাসেল ও সাধারণ সম্পাদক এস এ বাপ্পি।
পরিক্ষার্থীদের যেকোনো প্রকারের সহযোগিতার প্রয়োজন হলে নিম্নোক্ত নাম্বারসমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন "উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশন (চবি)" এস সভাপতি মোঃ রাসেল ও সাধারণ সম্পাদক এস এ বাপ্পি।
তত্ত্বাবধানে :
মোঃ রাসেল
সভাপতি
মোবাইলঃ-০১৮৩৫৮৭৬৮১০
(উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশন, চবি)
এস এ বাপ্পি
সাধারণ সম্পাদক।
মোবাইলঃ-০১৮৫৯৮৯৬৯১৭
(উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশন, চবি)
0 coment rios:
ধন্যবাদ আপনার সচেতন মন্তব্যের জন্য।