বাঙ্গালী জাতির পিতা, স্বাধীনতা সংগ্রামের মহান স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্টান উপলক্ষে উখিয়া উপজেলা যুবলীগ সকাল ৬, ৩০ মিনটের সময় কোটবাজারস্হ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১ টায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১১,৩০ মিনিটের সময় দলীয় কার্যালয়ে কেক কাটা হয়, এবং জাতির জনকের আত্বার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন, কোটবাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা বেলাল উদ্দিন।
পরে জাতির জনকের বর্নাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা যুবলীগের সহ সভাপতি গাজী শাহজাহানের সভাপতিত্বে, সাধারন সম্পাদক ইমাম হোসেন এর সঞ্চালনায়
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জননেতা নুরুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাহাবু, রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আছহাব উদ্দিন মেম্বার, সাধারন সম্পাদক মোঃ আলমগীর, রত্নাপালং ইউনিয়ন পরিষদের মেম্বার সেলিম কায়সার, মেম্বার আবদুল গফুর।
যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন
উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক নুরুল আলম মাসুদ, অর্থ সম্পাদক মকছুদ চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃশাহজাহান, সাংস্কৃতিক সম্পাদক আহসান উল্লাহ বাবর।
এসময় উপস্থিত ছিলেন হলদিয়া পালং যুবলীগের যুগ্ন আহবায়ক মোজাম্মেল সিকদার, জালিয়া পালং ইউনিয়ন যুবলীগের নেতা এডভোকেট সাকো আলম, জাহাঙ্গীর, সাদ্দাম হোসেন, রত্নাপালং ইউনিয়ন যুবলীগ নেতা সোলতান, মানিক, আবুল শামা, আবদুর রহমান, ইউসুফ, খোরশেদ, হুমায়ুন প্রমুখ। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উক্ত অনুষ্টানে উপস্হিত ছিলেন।