দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৫০৩ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০৪ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৯ জনে। মোট মৃত্যু হয়েছে ১৩১ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ০৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১১২ জন।
শুক্রবার (২৪ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এর আগে, গতকাল বৃহস্পতিবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪১৪ জন। মৃত্যু হয়েছে ০৭ জনের। এদিন সুস্থ হয়েছেন ১৬ জন।