কুয়েতে করোনায় প্রথম বাংলাদেশির মৃ’ত্যু
কুয়েতে নভেল করোনা’ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রথম একজন বাংলাদেশি আক্রান্ত হয়ে মা’রা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ জন বাংলাদেশি সহ মোট ৯৩ জন করোনায় আ’ক্রান্ত হয়েছে। শনিবার ১৮ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বরাতে দেশটির স্থানীয় দৈনিক আরব টাইমস এই তথ্য নিশ্চিত করেন।
সংবাদের আরো বলা হয় করোনা আ,ক্রান্ত ৬৮ বছর বয়সী এক বাংলাদেশির মৃ,ত্যু হয়েছে। মৃ,ত বাংলাদেশির পরিচয় এখনো জানা যায়নি। এই নিয়ে দে,শটিতে মৃ,তের সংখ্যা দাঁড়াল ৬ জন এদের মধ্যে ১ জন ভারতীয়,একজন ইরানী,৩ জন কুয়েতি এবং ১ জন বাংলাদেশি।
দেশটিতে মোট করোনা আ,ক্রান্ত ১৭৫১ জন, সুস্থ হয়েছেন ২৮০ জন,আইসিইউতে রয়েছে ৩৪ জন, চিকিৎসা চলছে ১৪৬৫ জনের। কু,য়েতে আজ পর্যন্ত সর্বমোট করোনা আ,ক্রান্ত বাংলাদেশির সংখ্যা দাঁ,ড়াল ১৩৪ জন।