সেনবাগে মাহে রমজান ও করোনা ভাইরাস উপলক্ষে হত-দরিদ্র দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠিত!
এফ.এম শাহ রিপন,স্টাফ রিপোর্টারঃ
২৩ এপ্রিল বৃহস্পতিবার দিনব্যাপী নোয়াখালীর সেনবাগ উপজেলার দৌলতপুর গ্রামের ভূঁইয়া বাড়ী নিবাসী বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আবদুল্লাহ হিল রাকিবের ব্যক্তিগত উদ্যোগে মাহে রমজান ও করোনা ভাইরাস মহামারী উপলক্ষে সেনবাগে বিভিন্ন এলাকার এক হাজার গরীব,হতদরিদ্র,অসহায় মানুষ ও মুক্তিযোদ্ধাদের মাঝে চাল,ডাল,আলু,পেঁয়াজ,সয়াবিন তৈল,খেঁজুর,চিড়া ও মুরি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তাদের বাড়ীতে বাড়ীতে ও ঘরে ঘরে পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক জাহাজ্ঞীর আলম শাহেদ,ব্যাংকার জাফর আহাম্মদ,ব্যাংকার মোকারম হোসেন,সাংবাদিক এ,কে,এম নোমান,সাবেক কাউন্সিলর বেলাল হোসেন,সাংবাদিক এ,কে,এম গোলাম ছারওয়ার,স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ দুলাল ও মাকসুদুর রহমান পিটু সহ প্রমুখ নেতৃবৃন্দ।