রোজার শুরুতেই ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
পবিত্র রমজানের শুরুতে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিস বলছে, বৈশাখের দ্বিতীয় দিন থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ঝড়ো বাতাস ও বজ্রবৃষ্টি হচ্ছে। বুধবারও ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলে তা অব্যাহত ছিল।
আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় হয়েছে। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। এভাবেই আগামী এক সপ্তাহ থেমে থেমে বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।
এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলায় ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস।